নারায়ণগঞ্জে বন্ধু পরিবহনের বাসচাপায় দুই ছাত্রী নিহত
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়
দুজন ছাত্রী বাসের চাপায় নিহত হয়েছে।
নিহত দুইজনই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাইনবোর্ড (মাতুয়াইল) শাখার শিক্ষার্থী। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বিকেল ৪ টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা অতিক্রমের সময় দ্রুতগামী বাস বন্ধু পরিবহন তাদেরকে ধাক্কা দিয়ে চাকার নীচে পিষে দ্রুত এগিয়ে যায়। এতে করে শিক্ষার্থী দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। চারপাশের উপস্থিত জনতা পরবর্তীতে বাসটির পথরোধ করে ভাঙচুর চালায়।
নিহত দুই শিক্ষার্থীর বিষয়ে জানা যায় তারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের একজনের নাম মারিয়া এবং আরেক শিক্ষার্থীর নাম জেরিন।