আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে বাগেরহাট-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি ( এনপিপি)'র মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুহাম্মদ লোকমান সাইফির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাত ৮ টায় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এইচ এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, সহসভাপতি কেএম শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, কার্যনির্বাহী সদস্য এমএ জলিল ও সদস্য এম এ এইচ ছগির।
এ মতবিনিময় সভায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এনপিপি'র ( আম মার্কার) একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে এলাকার মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এনপিপি'র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক এ সম্পাদক।
ব্যক্তি জীবনে তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী ও সমাজসেবী হিসেবে কাজ করে চলেছেন। পেয়েছেন অনেক স্বীকৃতি ও সম্মাননা। এবার এলাকার মানুষের পাশে থেকে কিছু করার ইচ্ছে প্রকাশ করে সবার দোয়া প্রার্থনা করেন উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের এ কৃতী সন্তান।
৪৬১ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৭২ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৫১০ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৫১২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫১২ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫১২ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৫১৩ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫১৫ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে