নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে নানা অব্যবস্থাপনায় চলছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

প্রতিযোগিদের সাঁতারের দৃশ্য

বাগেরহাটের মোরেলগঞ্জে  নানা অব্যবস্থাপনায় চলছে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর কার্যক্রম। কিছুই  হচ্ছে না নিয়ম মাফিক। জাতীয় শিশু একাডেমির নির্দেশনার বেশিরভাগই  হচ্ছে  উপেক্ষিত। স্থানীয় সংশ্লিষ্ট  কর্মকর্তারা দায় চাপাচ্ছেন  পরস্পরের  ওপর।

 'শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা বিনির্মানে তৃণমূল থেকে শিশু প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু  একাডেমি প্রতি বছর দেশব্যাপী এই প্রতিযোগিতার  আয়োজন করে থাকে। জাতীয় পর্যায়ে শিশুদের জন্য এটি সর্ববৃহৎ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা হতে বিজয়ী  শিশুরা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিভার স্বাক্ষর  রেখে চলেছে। অথচ মোরেলগঞ্জ উপজেলায় দায়সারা মানসিকতা নিয়ে চলছে এর কার্যক্রম।  উপজেলা বাস্তবায়ন কমিটির  সমন্বয়হীনতা, দায়িত্ব পালনে অনীহা ও অব্যবস্থাপনায়  সরকারের শিশু প্রতিভা অন্বেষণের এ বৃহৎ  উদ্যোগ  ভেস্তে  যেতে চলেছে বলে অনেকের অভিমত।
অভিভাবক সহ বাস্তবায়নকারী কর্মকর্তা  ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। সময়মতো চিঠি ইস্যু না করা,  পর্যাপ্ত  প্রতিযোগি অংশগ্রহণ না করা, কিছু কিছু প্রতিযোগিতার  বিষয় বাদ দেওয়া, একই দিনে একই সময়ে দুই ভেন্যুতে প্রতিযোগিতার  আয়োজন করা সহ নানা অব্যবস্থাপনা অনিয়মে ক্ষুব্ধ  প্রতিক্রিয়া  ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট অভিভাবকেরা। 
মোরেলগঞ্জ উপজেলায়  প্রাথমিক পর্যায়ে প্রায় ৪শ', মাধ্যমিক  পর্যায়ে শতাধিক প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক  শিক্ষার্থী  থাকলেও সর্বক্ষেত্রে দেখা গেছে প্রতিযোগী সংকট। 
সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয় না করার কারণে প্রতিযোগিতার ক্ষেত্রে এসব সমস্যা  দেখা দিয়েছে বলে মাঠপর্যায়ে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা  জানিয়েছেন। 
গতকাল সেমবার (১০ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে  ছিলনা কোন ব্যানার। রাস্তার পাশে ছোট একটি বালু ভরাট জায়গায় হয়ে গেল ক্রীড়া  বিষয়ক  বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। সাঁতার প্রতিযোগিতায় ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের অনুপস্থিতিতে স্কুলের ইউনিফর্ম গায়ে জড়িয়ে জীবনের ঝুঁকি নিয়েই সাঁতার কাটতে দেখা গেছে  প্রতিযোগিদের। স্বল্প সংখ্যক প্রতিযোগির মধ্যে সেখানে একই স্কুলের তিনজনকে দেখা গেছে। অথচ সেখানে দেখা যায়নি বাস্তবায়ন কমিটির  সভাপতি সহকারী  কমিশনার  ( ভূমি) মোঃ আব্দুল মালেক, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতার আহ্বায়ক যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে। এমনকি দেখা যায়নি  উপজেলা পরিষদের কাউকেই।  উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান জানান, এ ব্যাপারে আমাদেরকে অবহিত করা হয়নি। উপজেলা শিক্ষক নেতৃবৃন্দও এ ব্যাপারে  ক্ষোভ  প্রকাশ করেন।
সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানকে কিছু সময় মাঠে দেখা গেলেও সেখানে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করলে তড়িঘড়ি  করে তিনি স্থান  ত্যাগ  করেন। 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, 'ক' বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশনা  থাকলেও  চিঠিতে নেই সে বিষয় কোন কিছু। ১১ জুলাই  শনিবার সকাল ১০ টায় দুইটি ভেন্যুতে রাখা হয়েছে শিক্ষা বিষয়ক ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা।  ফলে দুটি ক্ষেত্রে  অংগ্রহণেচ্ছু প্রতিযোগির অংশগ্রহণ করার ক্ষেত্রে  দেখা দিয়েছে  অনিশ্চয়তা। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক  সুলতান প্রশিক্ষণে দেশের বাইরে থাকায় এ প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে  চলতি দায়িত্বে থাকা  সহকারী  কমিশনার ( ভূমি) মোঃ আব্দুল মালেক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা  মোঃ মোস্তাফিজুর রহমান।   সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ  মোস্তাফিজুর রহমানের গাফলতির কারণে সর্বক্ষেত্রে এরূপ অব্যবস্থাপনা  দেখা দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে  মাঠ পর্যায়ের  বেশ কিছু শিক্ষা কর্মকর্তা,  শিক্ষক  ও অভিভাবকবৃন্দ জানান।

এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া  ব্যক্ত  করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। তারা বলেন, সুষ্ঠুভাবে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট  পক্ষ সহ গণমাধ্যম  কর্মীদের সহযোগিতা নেওয়ার ব্যাপারে জাতীয় শিশু একাডেমির  নির্দেশনা  থাকলেও এ ব্যাপারে  গণমাধ্যম কর্মীদের কিছুই  জানানো হয়নি। 
 এসব  অব্যবস্থাপনায় সরকারের  শিশু প্রতিভা অন্বেষণের এ বৃহৎ কার্যক্রম এ উপজেলায় ব্যর্থ হতে চলেছে বলে অভিমত ব্যক্ত করেছেন সচেতনমহল।
বাস্তবায়ন কমিটির  সদস্য সচিব  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমাননের কাছে বিভিন্ন অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানার জন্য  বলেন।
বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ( ভূমি)  মোঃ আব্দুল মালেক কোন অনিয়ম হচ্ছে  না,  নিয়মমাফিকই সবকিছু হচ্ছে বলে জানান। 
Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৪৬১ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৪৭২ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

৫১২ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

৫১২ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে