অপারেশন ডেভিল হান্টে কোস্ট গার্ড মোংলা সদর, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবারা বাজার এলাকা থেকে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজিকে (২৫) আটক করা হয়েছে।
গতকাল রবিবার রাতে আটকের পর তাদের কাছ থেকে স্বীকা ১টি একনালা পাইপ গান ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতদের সহযোগিতার অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাদের অস্ত্রসহ সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ।
এদিকে রবিবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়ল (৩৫)।তাদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।
১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে