রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসের চাকা পামচার হয়ে বাস উল্টে এক জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৮ জন,তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার বিকাল ৪টায় উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের বৈরাগীগঞ্জ নামক এলাকায় বাসের পিছনের চাকা পামচার হয়ে বাস উল্টে যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়- দিনাজপুরের ফুলবাড়ি হতে এম কে স্পেশাল (রংপুর-জ ০৪-০০২৪) নামের বাসটি রংপুরের উদ্দ্যেশে যাত্রা করেন। মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ নামক এলাকায় পৌছা মাত্র চাকা পামচার হয়ে মহাসড়কের পাশে আইল্যাডে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে যায়।এ ঘটনায় ঘটনাস্থলে গাড়ির হেলপার মোবারুল ইসলাম (৩০) নামে মারা যায়। সে রংপুর সিটি কর্পোরেশন দেওডোবা এলাকার গোলজার হোসেনের ছেলে।
মিঠাপুকুর ফায়ার এন্ড সিভিল সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টার রবিউল ইসলাম জানান-বাস দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উল্টো পড়ে থাকা বাস থেকে একজনের মরাদেহ উদ্ধার করি। আহতদের স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
৪৯৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫০৪ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫০৮ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৫১১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৫২০ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫২৬ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৪৩ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪৫ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে