গত ২৬ এপ্রিল-২০২৪ইং একটি পত্রিকাতে শিরোনামে বর্ণিত লক্ষ্মীপুর চর রমনী মোহন ত্রাস শাহজালাল মোল্লা বাহিনী' সংবাদ প্রকাশিত হয়েছে।
চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা শাহজালাল মোল্লা,এফরান মোল্লা, দাদন মূদা ও রব মোল্লার বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত হয়েছে। এতে সংবাদটি তাদের দৃষ্টিগোচরে আসে। তাদের দাবী প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও প্রকৃত সত্যের বিপরীত। সংবাদের প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ পত্রে তারা জানান, আমরা কৃষক, ফসল উৎপাদন ও গরু-মহিষ পালন করে আমরা জীবিকা নির্বাহ করি। চরাঞ্চলে আমাদের ওয়ারিশী ও খরিদীয় থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। কৃষিপণ্য ও গরু-মহিষ থেকে অর্জিত আয় আমাদের আয়ের একমাত্র উৎস। আমরা শান্তিপূর্ণ নিরিহ কৃষক শ্রেণীর লোক হই। আমরা সন্ত্রাসী নয়, আমাদের কোন বাহিনী নাই। জমি দখল, সন্ত্রাসী, ডাকাতি, নৌ-ডাকাতি, চাঁদাবাজি, গরু-মহিষ চুরির সাথে এলাকার একটি কুচক্রী মহল জড়িত রয়েছে। তাদের এ অপকর্মকে ডাকতে, সামজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুন্ন করতে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করেছে। এ ছাড়া ওই কুচক্রী মহল বিভিন্নস্থানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমুলকভাবে বিভিন্ন মামলায় মিথ্যা ভাবে আমি শাহজালাল মোল্লার নাম আসামীর কলামে লিপিবদ্ধ করে আমাকে অহেতু হয়রানি করতেছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।- শাহাজালাল মোল্লা, চর রমনী ইউনিয়ন- সদর, লক্ষ্মীপুর।
৩২৫ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৩১ দিন ৫০ মিনিট আগে
৩৪০ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৪২ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪৩ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪৬ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৫২ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৫৫ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে