"শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়" এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে আজ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা ও পুস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩২৯ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৩৩৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৪৪ দিন ৪৭ মিনিট আগে
৩৪৫ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৩৪৭ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৫০ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৫৫ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৫৮ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে