জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রাম থেকে দুইটি চোরাই গরু উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে করিম প্রামানিক এর বাড়ি হতে ২টি চোরাই গরুসহ ২ চোরকে আলমপুর ইউপি সদস্য আবু হাসানসহ স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ উদ্ধারে গেলে স্থানীয়রা ২টি গরু, ২ চোর, একটি মোটরসাইকেলসহ ২০ হাজার টাকা বুঝে দেয় পুলিশকে।
গ্রেফতারকৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোতালেব এর ছেলে রশিদুল ইসলাম এবং বগুড়া শিবগঞ্জ উপজেলার দোপাড়া গ্রামের দিলবর মিয়ার ছেলে নূর আলম ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ওই গরু ২টির মালিক বগুড়া সদর নুনগোলা ইউপির আশোকোলা গ্রামের সাজেদুল ইসলাম সাজু।
গত বুধবার (১৭ মে) গভীর রাতে কৃষক সাজেদুল হক সাজুর নিজ বসতবাড়ির গোয়াল ঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এ বিষয়ে গরুর মালিক সাজেদুল বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযোগ করেন।
ক্ষেতলাল থানা পুলিশের এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রাম থেকে ২টি চোরাই গরু উদ্ধারসহ দুই চোর, একটি মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। যেহেতু এটি বগুড়া সদর থানার অভিযোগ; সেহেতু উদ্ধারকৃত গরু ও চোরসহ ওই থানার জিম্মায় দিয়ে দেওয়া হবে।
২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে