হাটহাজারীতে স্বামীর হাতে রিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ মৃতু্য হয়েছে। গত ২৮ অক্টোবর (শুক্রবার) সকাল ৬টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার একই এলাকার জহুর আলম সওদাগরের পুত্র বদিউল আলম সোহাগ (৩৮) এর স্ত্রী। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক হলেও বছরে কয়েকবার মানসিক ভারসাম্যহীন হয়ে যায় বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারীতে স্ত্রীকে ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে সোহাগ নতুন লুঙ্গি পড়ে বের হতে চাইলে তার স্ত্রী রিনা আক্তার তাকে বাঁধা প্রদান করে। এর জের ধরে রিনাকে গলা টিপে হত্যা করে স্বামী সোহাগ। ঘটনার পর বাড়ীর বিভিন্ন ঘরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে সোহাগ। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে স্ত্রীকে হত্যা করে ইটপাটকেল নিক্ষেপ করছে সোহাগ। বংশের পরম্পরায় ছোটকাল থেকেই সোহাগ মানসিক ভারসাম্যহীন ছিলো বলেও জানা যায়। স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমদ বলেন, সোহাগ ছোটবেলা থেকে বছরের অধিকাংশ সময় পাগল থাকে। এ পর্যন্ত সে তিনটি বিবাহ করেন, প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। তৃতীয় স্ত্রীর সাথে সংসার চলাকালে প্রায় সময় বউকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। আজকেও স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন। হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সেইসাথে ভিকটিমের স্বামী সোহাগকেও আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই গৃহবধূকে মারধর ও গলাটিপে হত্যা করা হয়েছে এবং সেই সাথে তাদের এক মেয়েকেও গলাটিপে ধরেছিল। সে একটু উগ্রপন্থী। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা রুজু করেন। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
৪৬০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬৭ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
৪৭২ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪৭৩ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৭৯ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৮৪ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৮৪ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৮৫ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে