নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড় পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও লিখিত অভিযোগ দায়ের।। এলাকায় উত্তেজনা

দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও লিখিত অভিযোগ দায়ের।। এলাকায় উত্তেজনা  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ড্রেজিংকৃত বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  এ সময় বিক্ষুব্ধ জনতা বালুবাহী ড্রামট্রাক চলাচলের রাস্তা কেটে মাঝ বরাবর বাঁশ পুতে দেন। এ সময় তারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার ছাত্তার মেম্বার পাড়ায় শতাধিক নারী-পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।  মানববন্ধন শেষে এলাকাবাসী গণ সাক্ষর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান এর নিকট দুপুর ২ টার দিকে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  অভিযোগে বলা হয়েছে, পদ্মা নদীর পাড়ে থাকা ৭ নং ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার কয়েকশ পরিবার চরমভাবে ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। ঘাটের নাব্যতা বজায় রাখার জন্য বিআইডব্লিউটিএ কতৃপক্ষ এখানে ড্রেজার মেশিন দিয়ে খনন করে গ্রামের পাশের বালুর এক বিশাল এলাকা গড়ে তুলেছে। উত্তোলিত সেই বালু কিছুদিন ধরে অবৈধভাবে কয়েকটি ভেকু মেশিন দিয়ে তুলে শতাধিক ড্রাম ট্রাক যোগে প্রতিনিয়ত বিভিন্ন স্হানে বিক্রি করছে স্হানীয় কয়েকজন। স্হানীয় বিএনপির ছত্রছায়ায় থাকা এ লোকগুলো হলো মোশাররফ হোসেন ওরফে মুসা মন্ডল, বেলায়েত হোসেন, সোহেল মন্ডল এবং তাদের ব্যাবসায়ীক সহযোগী আরো কয়েকজন বিএনপি দলীয় নেতাকর্মী।  ড্রাম ট্রাকগুলো নদী হতে উপরে উঠার জন্য  পাড় কেটে একটি লম্বা রাস্তা তৈরী করা হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে গ্রাম রক্ষার জিও ব্যাগগুলো তুলে ফেলা হয়েছে।  তাছাড়া অনবরত ড্রাম ট্রাক  চলাচলের কারনে প্রচন্ড ধুলোবালিতে এলাকার মানুষের স্বাভাবিকভাবে শ্বাস- প্রশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবারে মূহুর্তে  বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে।  দূর্ঘটনারও আশংকা রয়েছে। গত বছর এখানে ড্রাম ট্রাকের চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। বালু টেন্ডারের কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। অভিযোগের বিষয়ে মোশাররফ হোসেন ওরফে মুসা মন্ডল বলেন, আমরা কেউই অবৈধভাবে বালু তুলছি না। যেখানে ড্রেজিংকৃত বালু ফেলা হয়েছে সেখানে তাদের প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। অন্যদেরও কমবেশি রয়েছে। তাছাড়া ওই বালু প্রশাসন টেন্ডার দিয়ে বিক্রি করেছে । টেন্ডারের নিয়ম অনুযায়ী জমির মালিক হিসেবে আমি একটি অংশ বরাদ্দ পেয়েছি এবং আরো কিছু এলাকা টেন্ডার পাওয়া এসএম মোল্লা ট্রেডার্সের কাছ থেকে কিনে নিয়েছি। সেই বালুই তুলে বিভিন্ন স্হানে বিক্রি করছি। তাছাড়া অভিযোগকারী শহীদ পাল ও গফুর পালকে ড্রাম ট্রাক চলাচলে তাদের জমি ব্যবহারের জন্য এ পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ৫৮০ টাকা প্রদান করেছি। তারা আরো বেশি টাকা দাবি করছে। তা না মানাতে আজ কিছু লোকজনকে নিয়ে মানববন্ধন করেছে।  এ বিষয়ে গফুর পাল ও শহীদ পাল বলেন, আমরা জনস্বার্থে মানববন্ধন করেছি। বালু বাবদ তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। তবে বেশ কয়েকগাড়ি বালু কিনেছিলাম। সেই বাবদ লেনদেন আছে।  এদিকে স্হানীয় কয়েকজন জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় মন্ডল এবং পাল বংশ উভয়ই বেশ দাপুটে।  উভয় গ্রুপেই বিএনপি এবং আওয়ামী লীগের পদ-পদবিধারী বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন বিশৃঙ্খলা না করতে উভয় পক্ষের প্রতি আহবান জানাচ্ছি। তবে বালু টেন্ডারের বিষয়ে তিনি কোন কিছু না বলে উর্ধতন পর্যায়ে কথা বলার পরামর্শ দেন।
আরও খবর