ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে মাসুদ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো চাপাতিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার মৃত সাত্তার মোল্লার ছেলে নাজমুল মোল্লা ও মিজান মোল্লা। এর আগে একই মামলায় প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে বিশেষ অভিযানে এসআই মো. রুস্তম আলী ও তার সঙ্গীয় ফোর্স ২ মার্চ ভোরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকা থেকে মিজান ও নাজমুলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামলার প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে লোটাস কলেজিয়েট স্কুলের সামনে মাসুদ সরদারের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
আহত মাসুদ সরদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, কেউ ছাড় পাবে না।
এদিকে, এলাকাবাসী বলছে, গোয়ালন্দে এ ধরনের সহিংসতা বাড়ছে এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও খবর