রাজবাড়ীর গোয়ালন্দে ভ্যান খাদে পড়ে কুদরত আলী শেখ (৪৫)নামে এক মসলা বিক্রেতা নিহত হয়েছেন। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে। ২৭ শে আগস্ট (রবিবার )দুপুরে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকার গ্রামীণ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুদরত আলী শেখ একজন মসলা বিক্রেতা ছিলেন।
তিনি নিজ ভ্যানে করে বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে খাবার মসলা বিক্রি করতেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে হলুদ, ধনিয়া, জিরাসহ বিভিন্ন মসলা বোঝাই ভ্যান নিয়ে নিজেই চালিয়ে কুটি পাঁচুরিয়া হাটে যাচ্ছিলেন। গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়িকে সাইড দিচ্ছিলেন কুদরত। এসময় সাইড দিতে গিয়ে হঠাৎ উল্টে রাস্তার পাশে গভীর খাদে ভ্যানসহ পড়ে যান তিনি।
১ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে