গত ১লা মে নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় ডাকাতির ঘটনায় নেতৃত্ব প্রদানকারী কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ডাকাত (৩৩) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (১লা সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার জেলেপাড়া থেকে নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ওরফে সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডোমার থানা সুত্রে জানা গেছে, গত ১লা মে মধ্যরাতে ডোমার উপজেলার ছোটরাউতা বক্করের মোড় এলাকার বিজয় চক্রবর্তীর বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখের জিম্মি করে এক লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, চার ভরি রূপার অলঙ্কার, কাসার জিনিসপত্র, ৫টি মোবাইল ফোন সহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরদিন বিজয় চক্রবর্তী থানায় একটি মামলা করেন।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, সেদিনের ডাকাতির ঘটনায় এপর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলো। আটককৃত টন্না ডাকাতির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করতো, সেটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রংপুরের কোতয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে