ওরে ওই মুক্তি সেনার দল
জীবনের বিনিময়ে করেছো জয়
জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ।
রক্ত দিয়ে কিনে এনেছো
লাল সবুজের বিজয় নিশান।
তোমাদের ঋণ শোধ হবার নয়
যতদিন থাকবে পৃথিবী।
১৬ ই ডিসেম্বর এলে
প্রতি বাঙালির চোখে
তোমাদের ছবি হৃদয়ে জাগে।
ভুলি নাই ভুলবো না
চিরদিন অমর হয়ে রইবে
বাংলার মাটিতে।
তোমাদের হাত তোমাদের বিজয়
বাংলার প্রতি মানুষের গান
ওরে ওই মুক্তি সেনার দল
তোমাদের রক্তের
এখনো আছে দাম।
নার্গিস আক্তার
গোপালগঞ্জ, ইসলাম পাড়া, বাংলাদেশ।
২২ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
২৭ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
২৭ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৯ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৬১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে