রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার শান্তিগঞ্জে পিক-আপের ধাক্কায় শিশু নিহত,গুরুতর আহত-১ শেরপুরের ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত আম ধ্বংসসহ ২টি দোকানে জরিমানা ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি জাবিপ্রবিতে ইইই বিভাগে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের আল্টিমেটাম চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত বেশকিছু আম ধ্বংস চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ

নিয়ম না মেনে কর্মকর্তা নিয়োগ হয় সিবিআইইউ’তে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়মনীতি তোয়াক্কা না করে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) কর্তৃপক্ষ। গত ২২ জানুয়ারি নিয়মবহির্ভূতভাবে মাসুকুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা এই অভিযোগ তোলেন।



ইউজিসির নিয়ম এবং বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুল অনুযায়ী একজন ডেপুটি রেজিস্ট্রার হতে কমপক্ষে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ৫ বছর সহকারী রেজিস্ট্রার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়ম হলো যদি পদ খালি হয় তবে বিজ্ঞাপন দিতে হবে দুইবার। একবার না পাওয়া গেলে দ্বিতীয়বার দিতে হবে। দ্বিতীয় বারেও না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে লিখিতভাবে জানাতে হবে যে আমরা যোগ্য কাউকে পাচ্ছি না। আমরা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে চাচ্ছি। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে। কিন্তু কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাপারে এধরনের কোন সিদ্ধান্ত নেওয়াই হয়নি।


জানা গেছে, যে বিজ্ঞাপন এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ডেপুটি রেজিস্ট্রার চাওয়া হয়নি। এছাড়া নিয়োগ প্রাপ্ত ব্যক্তির অভিজ্ঞতা শুধুমাত্র ১ বছর তাও সহকারী অফিসার হিসেবে। নিয়োগ প্রক্রিয়ায় একটা নিয়োগ বোর্ড গঠন করতে হয়। এখানে তা করা হয়নি।


এসব নিয়মনীতি না মেনে কিভাবে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হল এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন। এসব বিষয় নিয়ে ইউনিভার্সিটির উপাচার্য গোলাম কিবরিয়া ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।



তবে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান আতাউল্লাহ খালেদ জানিয়েছেন, বিষয়টি আমি অবগত নয়। আমি রেজিস্ট্রার না থাকাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তবে এটা এ্যাডহক কমিটি চাইলে নিয়োগ দিতে পারে। হয়তো এ্যাডহক কমিটি এটা নিয়োগ দিয়েছে। আরও বিস্তারিত জানতে হলে জেনে জানাতে হবে বলে জানান তিনি।


এবিষয়ে জানতে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ তৌহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসে যোগাযোগ করতে বলেন।


এদিকে ডেপুটি রেজিস্ট্রার ছাড়াও একইভাবে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী পরিচালক (অর্থ) শহীদুল ইসলাম চৌধুরীকেও। তার বেলায়ও নিয়োগ বোর্ড করা হয়নি। জানা গেছে, শহীদুল ইসলাম চৌধুরী আগে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলো। সেখান থেকে এনে পছন্দমতো ব্যক্তিকে বসিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



এবিষয়েও বিশ্ববিদ্যালয়ের কেউ মুখ খোলেনি।


এছাড়াও কিছুদিন পর পর নিজেদের ইচ্ছায় নিয়োগ দেওয়া হয় শিক্ষক। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মানা হয়নি ইউজিসির কোন নির্দেশনা।


এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ওমর ফারুখ বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে কিছুই জানি না। জানানোও হয়নি। পুরো বাংলাদেশে ১১৪ টি বিশ্ববিদ্যালয় আছে কোথায় কি নিয়োগ হচ্ছে এসব তো খবর রাখা সম্ভব হয়না। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কমিটি আছে, বোর্ড আছে তারা নিয়োগ দিবে। আর কোন অনিয়ম হলে সেটি ইউজিসি কর্তৃপক্ষ দেখবে। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

৩ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে





ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

৩৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে



কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৫১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে