ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রোটোকল ভাঙার অভিযোগে আল নোমান (২৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের টেকনাফের কেরুনতলি কোস্টগার্ড জেটি থেকে আটক করা হয়।
আটক আল নোমার সেন্টমার্টিন ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য। পরে থেকে রাত ২টার দিকে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, কোস্ট গার্ডের অভিযোগের ভিত্তিতে এক ইউপি সদস্যকে বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানি না।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শনিবার দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা সেন্টমার্টিনে ২০ শয্যার হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ও নির্মাণাধীন ডাকঘর ভবন পরিদর্শন করেন। এ সময় আমরা জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলাম। সেই সময় আমার ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কোস্ট গার্ড আটক করে। তবে তাৎক্ষণিক কী কারণে আটক করা হয়েছে সেটি জানতে পারিনি। পরে জানতে পারি প্রটোকল ভাঙার অপরাধে তাকে আটক করা হয়েছে।
৩ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
২৯ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৫১ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
৫৩ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে