বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে সীরাতে রাসুল স.উপলক্ষে রচনা ও সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সীরাত সম্মেলন ২৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা প্রচার সেক্রেটারি আবু মিহরানের সঞ্চালনায় সীরাত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমদীন মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা আবু সায়েম ।
প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল ( ভারপ্রাপ্ত) মাওলানা এটিএম মাসুম বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর আদর্শ থেকে সরে আসার কারণেই মুসলমানরা আজ বিশ্বে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। ইসলাম , মুসলিম ও রাসূলুল্লাহর ব্যাপারে অস্বচ্ছ ধারণার কারণেই অমুসলিমরা মুসলমানদের শত্রু মনে করে। আমরাও তাদের নিকট সত্য বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছি। এ থেকে উত্তরণে আমাদেরকে কুরআন-হাদিস ও রাসূলের সীরাত অনুসরণ, অনুকরণ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুশীলন করতে হবে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। উগ্রবাদীতা নয়, বরং প্রকৃত ইসলামী অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে মুক্তি। তিনি আরো বলেন, রাসুল (সঃ) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব। তার মধ্যে অসাধারণ গুণাবলি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিলো।
মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল সা. এর আদর্শ অনুসরণ করতে হবে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ রাসুল সা:। এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, রাসুল (সঃ) এর জীবনী পাঠ্য বই থেকে বাদ দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে ইসলাম ও রাসূল স. এর পথ থেকে দুরে রাখতে ও নাস্তিক্যবাদের দিকে ধাবিত করতে গভীর ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। পাঠ্য পুস্তকে পৌত্তলিকতা ও ব্যঙের নাচ শিখানো হচ্ছে। ক্যারিয়ার গঠনে রাসূল স. সীরাত অনুসরণের কোন বিকল্প নেই। রাসুলের সীরাত চর্চা ও গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে ইসলামের আলোকে সাজাতে পারলেই পুতিগন্ধময় এই সমাজ আলোকিত হয়ে উঠবে। দূর হবে অশান্তি ও ভেদাভেদ। নিশ্চিত হবে সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার।পৃথিবীতে আবারও ফিরে আসবে ইসলামের সোনালী অধ্যায়।
উল্লেখ্য: সীরাতুন্নবী স. উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা ব্যাপী ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং জামায়াত সদস্য ও কর্মীদের জন্য সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সীরাত সম্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর হাতে নগদ ৮০০০/-, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০০০/- এবং তৃতীয় স্থান অর্জনকারী কে ৪০০০/- টাকাসহ প্রত্যেকের হাতে ক্রেস্ট ও প্রায় ১লক্ষ টাকার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সেক্রেটারি হেদায়েত উল্লাহ, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক প্রমুখ।
৩ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
২৯ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৫১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫৩ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে