কক্সবাজার- চট্টগ্রাম রেলপথে রামু- ইসলামাবাদ পয়েন্টের মাঝামাঝি এলাকায় পাথরবাহী কোচের সঙ্গে পাইলটিং ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের কারনে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলা নিউজের সূত্রে জানা যায় এতে সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণে আপাতত এ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার ফলে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটিও কক্সবাজার থেকে ছেড়ে যায়নি বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার স্টেশন থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর চকরিয়ার দিকে যাচ্ছিল পাইলটিং ইঞ্জিন। অন্যদিকে, উল্টোপথে রামু স্টেশনমুখী ছিল চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের একটি পাথরবাহী কোচ। এ সময় পাইলটিং ইঞ্জিন ও পাথরবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাইলটিং ইঞ্জিন চালানোর দায়িত্বে থাকা সহকারী লোকোমাস্টার জহিরুল আলম আহত হন।
এদিকে দ্রুত চলাচলের উপযোগী করতে রেললাইনের মেরামত কাজ চলছে বলে জানা গেছে।
৩ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
২৯ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৫১ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে