বছরের শেষ সূর্যাস্ত দেখতে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে কক্সবাজারে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে সমুদ্রশহরের সকল হোটেল-মোটেলের রুম অনেক আগেই বুকিং হয়ে গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও বিচে উন্মুক্ত অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে পর্যটকরা চাইলে রাত ১-২টা পর্যন্ত বিচে ঘুরতে পারবেন। রাত দশটার পর হোটেলের সব বার বন্ধ রাখা হবে। শহরের অভ্যন্তরে যানজট কমাতে ব্যবস্থা নেয়া হয়েছে।
কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ইংরেজি নতুন বছর কে স্বাগত জানাতে কয়েক লাখ মানুষের মিলন মেলা হবে।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দারা পর্যটন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন এলাকায় টহলে থাকবে।
৪ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩০ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫২ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে