প্রদীপের আলো হাতে শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে শিশু কিশোরেরা। ১৯৭১’র ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতির ঐতিহাসিক বিজয়ের মাত্র দুদিন আগে হত্যা করা হয়েছিলো জাতির বিবেক বুদ্ধিজীবীদের।
বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করতে পাক হানাদার ও তাদের দোসরেরা ঘৃনতম, জঘন্যতম, নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। জাতির মেধা মননের প্রতিক এগারোশোর বেশী বুদ্ধিজীবী কে হত্যা করেছিলো, সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে খেলাঘর কক্সবাজার জেলা শাখা আয়োজন করে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম, কেন্দ্রীয় খেলাঘরের সদস্য জাহেদ সরওয়ার সোহেল, উৎপলা বড়ুয়া, ডাঃ চন্দন কান্তি দাশ। জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম, জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজনের সমাপনি বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না।
এসময় বক্তারা নতুন প্রজন্ম যেনো শহীদ বুদ্ধিজীবীদের দেখানো আলোর পথ ধরে হাঁটে সে লক্ষে খেলাঘর কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে বিভিন্ন শাখা আসরের শতাধিক শিশুকিশোরসহ সংগঠক অংশ নেয়।
৪ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৩০ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে