চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
তিনি আজ দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাজা শেষে উনাকে বাঁশখালী নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ছিলেন।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি পরিবেশ, বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে তিনি চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছিলেন।
২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।
১ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৩ দিন ৫১ মিনিট আগে
৪৬ দিন ৫২ মিনিট আগে
৯৯ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
১০১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে