চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ডেঙ্গু বিস্তাররোধে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
২৩ অক্টোবর ( রোববার ) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ কর্ণেল জোনস রোডের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা অবৈধ দখলম্ক্তু করা হয়। রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ী ও জলবদ্ধতা স্থান পরিদর্শন করে মশার ঔষধ স্প্রে করা হয়। এই সময় এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ীর আঙ্গিনা, ছাদ বাগান ও জলবদ্ধ স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও আকবরশাহ থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
১ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৩ দিন ৫২ মিনিট আগে
৪৬ দিন ৫৩ মিনিট আগে
৯৯ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১০১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে