ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মির ৯ দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুদের হয়ে তৃতীয় একটি পক্ষ জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এ বিষয়ে আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
(এম ভি আবদুল্লাহর ক্যাপটেন আবদুর রশিদ )
এর আগে গত ১২ মার্চ দুপুরে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।
২০১৬ সালে তৈরি ১৮৯ দশমিক ৯৩ মিটার দৈর্ঘ্য এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এমভি আবদুল্লাহ নামক জাহাজটি ২৩ জন নাবিক রয়েছে যারা সকলেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি রয়েছে।
১ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৪৮ মিনিট আগে
৪৩ দিন ১১ মিনিট আগে
৪৬ দিন ১১ মিনিট আগে
৯৯ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১০১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে