খোকার আজ ২৫ বছর হলো
শুনেছি গাড়ী বাড়ী
সব নাকি হয়েছে তার
ছেলে ও হলো একটি
বেশ সুদর্শন...।
আমার আজ বছর ষাট হলো
তাদের নিত্য নতুন বাহারি
সব জিনিসের মাঝে
আমি বেশ পুরোনো...।
তাইতো আমার ঠাই হলোনা
খোকার ঘরে
ঠাই পেয়েছি বৃদ্ধাশ্রমের এক কোনে...।
খোকা আসেনা বহূদিন হলো
মা বলে আর ডাকেনা
হয়তোবা ভুলেই গেছে
কতো কাজ খোকার আজ
মাকে দেখার সময় কী আর আছে...।
আশ্রমের এই নোংরা ঘরটায়
বসে বসে মৃত্যুর দিন গুনে যাই
এভাবে দেখতে দেখতে
আরো ২৫ বছর পেরিয়ে গেলো...।
আমার সেলের ঠিক
ওপারে এক বৃদ্ধ বসে কাঁদছে
ও মা এতো আমার খোকা
শুনলাম ছেলে নাকি
তার আজ অনেক বড় হয়েছে
তাইতো তার ঠিকানা আজ
বৃদ্ধাশ্রমের নোংরা সেলে...।
৩৩৬ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৪৫ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৪৫ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৪৫ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬৮ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৭৯ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৮১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮২ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে