ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে দুর্ঘটনায় পড়ে আব্দুস সালাম সরদার (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকটির হেলপার রাসেল তালুকদার (৩৫)। নিহত আব্দুস সালাম সরদার সাতক্ষীরা সদরের কামাল নগর গ্রামের সামাদ সরদারের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি ভাঙ্গা থেকে ঢাকা যাওয়ার পথে পুলিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সড়কের উপরে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মালামাল ভর্তি কার্টন রাস্তায় ছড়িয়ে পড়লে ২৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সড়কের ওপর উল্টে যায়। এ সময় ওই ট্রাকচালকের মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হেলপারকে আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১৮ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭১ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৭৮ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯৫ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯৫ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯৮ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে