আশাশুনি উপজেলার বুধহাটায় দেশজুড়ে জামাত-বিএনপি'র জ্বালাও-পোড়াও নাশকতা ও রাজনৈতিক অস্থিশীলতার বিরুদ্ধে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় বুধহাটা করিম সুপার মার্কেট থেকে মিছিল বের করা হয়।
বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তি মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটে গিয়ে পথসভায় মিলিত হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু, সাবেক ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, মৎস্যজীবী লীগ সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিন গাইন, যুবলীগ নেতা আবু সাঈদ, বিল্লাল হোসেন, শ্রমিক লীগ নেতা রিপন হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন ও ফরহাদ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমল কুমার, আওয়ামী লীগ নেতা প্রভাষ কুমার চুটু প্রমুখ।