আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় একই ব্যক্তির তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে উপর পৌওতা গ্রামের লিটন হোসেনের গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরেরা গরু গুলো চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ গরুর মালিক লিটন হোসেন জানান, তিনি অন্যান্য দিনের মত গরু গুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরেন। ভোর রাতে দেখেন চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য তিন লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। স্থানীয়দের ধারনা নওগাঁ-বগুড়া বাইপাস সড়কের পাশে লিটনের বাড়ি হওয়ায় চোরেরা গরু চুরির পর সেগুলোকে কোন যানবাহনে তুলে নিয়ে চলে গেছে। মাত্র দুই সপ্তাহ আগে ওই এলাকার কোমলদোগাছি গ্রাম থেকে একই ভাবে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে যায়। উপজেলায় গরু চুরির প্রবনতা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।
১ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে