বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন প্রচার করা হয়। সকাল ১১টায় এক আলোচনা সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ। পরে সংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে