বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে এক চালকলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার বড়আখিড়া মেসার্স এমপি এগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজ নামক চালকলকে এ জরিমানা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
জানা যায়, চালসহ নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। শনিবার বিকেল থেকে আদমদীঘি উপজেলা প্রশাসন বাজার মনিটরিংয়ে অভিযানে নামে। অভিযানে বড়আখিড়া মেসার্স এমপি এগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজ নামক এক চালকলে অভিযান চালায়।অভিযানে ঐ গুদামে সরকার নির্ধারিত ধারণ ক্ষমতার অধিক (ধান-চাল) মজুদ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ফলে ঐ প্রতিষ্ঠান অবৈধভাবে চাল মজুদ করে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, সান্তাহার সিএসডি খাদ্যগুদামের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও পুলিশ সদস্যরা।
২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে