বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার বাজারজাত করণ মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে আব্দুল আজিজ সরদার লিজ নেয়া পুুকুরে বিষ দিয়ে এ ক্ষতি করা হয়।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, তিনি ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে জনৈক লুৎফর রহমান সরকারের ৫ বিঘার পুকুর ৩ বছরের জন্য লিজ নিয়ে সেখানে পাঙ্গাস, কাতলা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে ওই মাছচাষ পুকুরে কেবা কারা বিষ দেয়। এতে পুকুরে লালন পালন করা বাজারজাত করণের প্রায় ১৬ লাখ টাকার পাঙ্গাস, কাতলা, রুই মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে। এব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
২ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে