বগুড়ার আদমদীঘিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে আদমদীঘি সদরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। বাদআছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে উপজেলার সান্তাহারে এক র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক এমপি কছিম উদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, আব্দুল হক আবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, নিসরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, মোশাররফ হোসেন প্রমুখ নেতৃবর্গ।
১ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে