যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের মৃত আবুল হোসেন লস্করের ছেলে সালাহউদ্দিন লস্কর (৫৮) নামের এক ব্যক্তি গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে মৃত্যুবরণ করেছে।
১৫ ফেব্রুয়ারি বুধবার সকালেএকই গ্রামে পুকুর পাড়ে গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আজহার শেখ বলেন, ক্রয়কৃত গাছ কাটার জন্য আমরা তিন জন গাছ কাটতে যায়।আমি গাছে উঠে গাছের ডাল কাঁটছিলাম, সালাউদ্দিন লস্কর সহ আরো একজন নিচে দড়িয়ে ছিল গাছ থেকে বেশ দূরে। ডালটি কাটার পর দূরেই পড়েছে। দুর্ঘটনা ঘটেছে ভিন্নভাবে, উপর থেকে কাটা ডালটি মাটিতে নিচে পড়ে থাকা অন্য একটি ডালের এক প্রান্তে পড়ে, তাৎক্ষণিকভাবে ডালটির অন্য প্রান্ত উল্টে এসে সালাউদ্দিনের মাথায় সজোরে আঘাত লাগে। মারাত্মক আঘাতে সালাউদ্দিন লস্কর পানিতে পড়ে যায়। পাশে থাকা অন্যজন দ্রুত তাকে উঠিয়ে ফেলে, দুর্ঘটনার স্থানের পাশের বাড়ির রমজান আলী বলেন, সকালে নয়টার দিকে ঘরে ভাত খাচ্ছিলাম এমন সময় শব্দ শুনে দ্রুত গাছ তলায় ছুটে যেয়ে দেখি সালাউদ্দিন এর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার জানান, গাছের ডাল মাথায় আঘাত পেয়ে সালাউদ্দিন লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২২ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৫ দিন ৩৮ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩ দিন ৪৫ মিনিট আগে