চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

কলাম : অগোছালো সংসার।

তোমায় খুব পরিপাটি হতে হবে না। আমি নিজেও যে বড্ড অগোছালো। এই দেখো না চুলগুলো এখনো এলেমেলো, চিরুনির ছোঁয়া পায় না দু'দিন হলো। তাই গোসল শেষে ভুল করে তোয়ালে রোদে না দিলে, আমার চেঁচামেচির ভয় নেই তোমার। নিশ্চিন্তে তুমি থাকতেই পারো।

সবকিছু পই-পই করে হিসেব তোমায় রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হুটহাট ভুলে যাওয়ার রোগ আমারও আছে। তাই কাজের চাপে জন্মদিন কিংবা অ্যানিভার্সারির তারিখ ভুলে গেলে, তোমায় যে কথা শুনতে হবে এসব নিয়ে চিন্তা করতে হবে না। যখন মনে পড়বে তখন দৌড়ে গিয়ে কিছু একটা নিয়ে এসো, তাতেই হবে।

বাজার লিস্ট থেকে দু'একটা জিনিসপত্র না আসলে আমায় রেগে যেতে দেখবে না কখনো। বাবার এই একই অভ্যেস ছিলো তো। তাই ওই বদঅভ্যেসে আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি বহু আগেই। তবুও যদি তুমি মাথা চুলকে কাছে এসে বলো ‘ভুলে গেছি’ তখন আমাকে দেখবে ব্যাগটা ধরে মুচকি হেসে ‘পরে এনো’ বলতে।

তবে, তোমার একটা বদঅভ্যেস তোমায় পরিবর্তন করতেই হবে। এই যে তুমি লিংকিন পার্ক, রাউফ ফাইক ইত্যাদি ইত্যাদি বিদেশি গান শুনে অভ্যস্ত। এসব তোমায় কমাতেই হবে। আমার না রবী, অনুপমের গান দারুণ লাগে। তুমিও চোখ বন্ধ করে শুনো কয়েকবার। দেখবে অন্য কোথাও হারিয়ে যাচ্ছো। 

আমায় তুমি খুব ঠুনকো বিষয়ে অভিযোগ করতে দেখবে না। এটা নাই কেন, ওটা ওমন কেন এসব আমার অভ্যেসে নাই। কিন্তু হ্যাঁ, যখন তোমার ভালোবাসা কমে যাচ্ছে বলে আমার মনে হবে তখনই দেখবে আমি কতোটা অভিযোগের পাহাড় নিয়ে বসতে পারি। একটা জীবন আমি যে এই একটু শুদ্ধ, স্বচ্ছ ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই নি। সেটাও যদি কমে যায় আমি বাঁচবো কি করে? বলো?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর




কলাম : জীবন চক্র

২৬ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে