প্রকাশের সময়: 03-04-2025 07:43:26 pm
টাংগাইলে নাগরপুরে ১২৬ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট এর ৫ম আসর অনুষ্ঠিত হয়েছে।
ঈদের ২য় দিন জমকালো আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও টুর্নামেন্টের সভাপতি মো. শফিকুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম.জাহিদ হাসান এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।
রি-ইউনিয়নে টুর্নামেন্টে অংশ নিয়েছে এস.এস.সি-১০ ব্যাচ থেকে শুরু করে এস.এস.সি-২৪ পর্যন্ত মোট ১৫টি দল। ২০২১ সাল থেকে শুরু করে পবিত্র ঈদুল-ফিতরের পরের ৩দিন নিয়মিতভাবে টুর্নামেন্টটি আয়োজন করে আসছে তারা। এবারও হাজারো শিক্ষার্থী অংশগ্রহণে সফল ৫ম আসর অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রধান স্পনসর হিসাবে ছিলেন জিহাদ এন্টারপ্রাইজ।
ঐতিহ্যবাহী যদুনাথ স্কুলের শিক্ষার্থীদের এই আয়োজনটি এক মিলনমেলায় পরিনত হয়েছে। সকল ব্যাচের মাঝে ভ্রাতৃত্ববোধের উদাহরণ সৃষ্টি করেছে। এত সুন্দর একটি আয়োজন করতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং তারা চায় ধারাবাহিকভাবে এই মিলনমেলা যেন সফলভাবে চলতে থাকে।
টুর্নামেন্টের ১ম দিন যদুনাথের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ৪ এপ্রিল (শুক্রবার) ফাইনালের মধ্য দিয়ে এই মিলনমেলার ইতি ঘটবে।
৩ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে