নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নাগরপুরে বিবাহিত নারীর অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল আ’লীগ নিষিদ্ধের দাবিতে মোংলায় মশাল মিছিল প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত ছাত্রদলের আহ্বায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিবিরের সভাপতি বাগআঁচড়া বেলতলা আম বাজারে মানবাধিকার কর্মী পরিচয় চাঁদাবাজি, থানায় অভিযোগ সঙ্গীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী আর নেই যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা স্বাধীন গণমাধ্যম: সমাজের আয়না পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করলেন জাপা নেতা!! স্বাক্ষী অপর দুই বিএনপি নেতা; সমালোচনার ঝড় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প লালপুরে পর্নোগ্রাফি অপরাধে শফিউদৌলা গ্রেপ্তার মৌলভীবাজারে ‘লীগ ধর, জেলে ভর, আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও করার দাবিতে লালপুরে মতবিনিময় সভা সাধারণ মানুষের মাঝে ৫ শতাধিক বিশুদ্ধ পানি বিতরণ করলেন আহসানুল কবির বাবু পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার শ্যামনগরে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের এক ইউনিয়নে দুই কমিটি, টানটান উত্তেজনা

 ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কমিটি ঘোষনার কারণে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির আহবায়ক ও যুগ্ন আহব্বায়কেরা একে অপরকে দোষারোপ করছেন।


জানাযায়, রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম।


গত ২৭ এপ্রিল থানা কমিটির আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ঘোষিত ইউনিয়ন কমিটিতে মুক্তারুল ইসলাম রুবেল কে সভাপতি ও আব্দুল মান্নান কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে স্বাক্ষর করেন যুগ্ম আহ্বায়ক নাসিরুল ইসলাম, বাবুল আলী, ওমর আলী ও আব্দুর রউফ।


কিন্তু ওই কমিটি ঘোষণার কয়েকদিন দিন পরই রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম স্বাক্ষরিত রুহিয়া ইউনিয়নে আরো একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই কমিটিতে সোহাগ আহম্মেদ কে সভাপতি ও রবিউল ইসলাম ডন'কে সাধারণ সম্পাদক করে গত ২৪ এপ্রিল গঠন করা হয়। এই কমিটিতে স্বাক্ষর করেন সদস্য মামুন ও সদস্য জুয়েল রানা।


এ বিষয়ে রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল বলেন, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের নিয়ে কমিটি গঠন করা যায় না! এটা স্বেচ্ছাসেবক লীগের নিয়ম বহির্ভূত। আমি আহ্বায়ক ও কয়েক জন যুগ্ম আহ্বায়ক নিয়ে রুহিয়া ইউনিয়নের কমিটি গঠন করেছি। আর ওই কমিটিতে যে দুজন সদস্য সই করেছে তাদের সাথে কথা হয়েছে। তারা কেও সেখানে সাক্ষর করে নাই। ওই কমিটি একাই ১ নং যুগ্ন আহব্বায়ক গঠন করেছেন। এতে করে স্বেচ্ছাসেবক লীগ দুই গ্রুপে বিভক্ত হয়েছে।


রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল নিজ চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি সংগঠনের কোন সদস্যের সাথে যোগাযোগও রাখেন নাই। যেহেতু আমি ১নং যুগ্ম আহ্বায়ক তাই অনান্য সদস্যদের নিয়ে দলের সকল দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে। কিন্তু আমাকে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের না জানিয়ে একাই ৫ টি ইউনিয়নের কমিটি গঠন করে তিনি। ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বসে কমিটি করার কথা থাকলেও তিনি হঠাৎ রুহিয়া ইউনিয়ন সেচ্ছাসেবী লীগের কমিটি ঘোষণা দেয়। এতে দলের ত্যাগী কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি।


রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। শুনেছি তাদের পাল্টা পাল্টি কমিটি ঘোষণা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন পক্ষ আমাদের হাতে কোন কাগজ দেয়নি। পাল্টা পাল্টি কমিটির বিষয়ে সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের সংগঠনের জেলা কমিটির নেতারা পদক্ষেপ নিবে।


এদিকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ মো: অ্যাপোলো বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ভিত্তিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কমিটির বিষয়ে দায়িত্ব রয়েছেন। যেহেতু এটা একটি পাইলট কমিটি তাই আমরা হঠাৎ সিদ্ধান্ত নিতে পারছি না। তবে খুব শীঘ্রই স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সুন্দর একটি কমিটি উপহার দেওয়া হবে।

আরও খবর







ঠাকুরগাঁয়ে বিদেশী পিস্তলসহ গ্রেফতার -১

৮৯ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে