সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলা সদরের প্রাণকেন্দ্র পৌরসভা মোড়ে দীর্ঘদিন থেকে লেগে থাকা যানজট নিরসন করা হয়। এতে উপজেলার প্রধান সড়কে দীর্ঘদিনের যানজটের অবসান হয়।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে এ দায়িত্ব পালন করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকে তাদেরকে এ কাজের জন্য উৎসাহ দেন।
দীর্ঘদিন ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতায় যানজটের ভোগান্তি নিরসনে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল। শত চেষ্টা করেও কোন ভাবে চাপিয়ে থাকা অবৈধ যান বাহনের স্ট্যান্ডকে সরানো সম্ভব হয়নি। যেটা আজকে ছাত্ররা দায়িত্ব নিয়ে অসম্ভবকে সম্ভব করেছে। ছাত্রদের মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসায় সবার মাঝে আনন্দ প্রকাশ করছে সাধারণ মানুষ।
এ দিকে একই ভাবে শিক্ষার্থীরা জগন্নাথপুর শহীদ মিনারের ভেতরে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে রং লাগিয়ে সুন্দর করেছে। এর আগে, শিক্ষার্থীদের একটি টিম জগন্নাথপুরের চারপাশে দীর্ঘদিন পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে পুড়িয়ে দেয়।
অপরদিকে ছাত্রদের এসব দায়িত্ব পালনে মুগ্ধ হয়ে গতকাল রবিবার জগন্নাথপুর ওয়ালটন এর পক্ষ থেকে ছাতা গেঞ্জি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে।
৫ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৩ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৫০ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৫২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে