নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজে বিদায়ী সংবর্ধনা সম্পন্ন

সৈয়দ রমিজ উদ্দিন সদ্য সাবেক অধ্যক্ষ পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ।

আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনসহ চার শিক্ষক ও এক কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির মাঠে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনসহ অন্যান্য বিদায়ীরা হলেন- অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক রমেন্দ্র কুমার দেবনাথ (খোকা স্যার), দিলীপ কুমার দে, জীতেন্দ্র কুমার সরকার ও অফিস সহায়ক অমর চন্দ্র দেব।


বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আরব আলী। সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল বারীর সার্বিক সহযোগিতায়, প্রভাষক মৌমিতা ভট্টাচার্য্য ও ইয়াকুব শাহরিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদায়ী শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাও. নিজাম উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শরাফত উল্লাহ, সিনিয়র শিক্ষক মুহম্মদ শাহ জাহান, সহকারি শিক্ষক  বদরুজ্জামান খাঁন, মো. সাইফুল ইসলাম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পঞ্চমী দে, আতিকুর রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী ইমা আক্তার ও তুষার চক্রবর্তী। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকবৃন্দের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় বিদায়ী অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দকেও স্মৃতি স্মারক তুলে দেন সৈয়দ রমিজ উদ্দিন।


অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাও. তাজুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রুবী রানী তালুকদার।


এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, বিদায়ী শিক্ষক রমেন্দ্র কুমার দেবনাথ (খোকা স্যার), দিলীপ কুমার দে, জীতেন্দ্র কুমার সরকার, বিদায়ী অফিস সহায়ক অমর চন্দ্র দেব, সাতগাঁও জিবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীবাস চন্দ্র বিশ্বাস, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল হাই, বীরগাঁও ইমদাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, অভিভাবক সৈয়দুল হক, ছৈয়দুর রহমান, গোলাম রব্বানী মাসুক, আবদুল আলীম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, প্রাক্তন শিক্ষার্থী মো. আজাদ হোসেন, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও  নাহিদ আহমেদ।


এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর





দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

৪৭ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে


ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৫০ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে