সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৬ চোরাকারবারী গ্রেফতার, বিদেশী মদসহ কসমেটিকস সামগ্রী উদ্ধার।
সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে ছাতক থানার অফিসার ও ফোর্সের সমন্ময় গঠিত একটি টিম অভিযান পরিচালনা করে ৫.৩৭৫ লিটার বিদেশী মদ ও ৩০ হাজার টাকা মূল্যের কসমেটিকস সামগ্রীসহ ৬ চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩ খ্রি.) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক বাজারস্থ শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া গ্রামের মৃত রফিক মিয়া ছেলে লিখন আলী (২২), একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (২৬), একই থানার বউনাকান্দি গ্রামের বশির উদ্দিনের ছেলে সম্রাট হোসেন (৩০) ও হৃদয় হোসেন (২৭) এবং মানিকগঞ্জের সিংগাইর থানার আটিপাড়া গ্রামের জমসের মৌল্লার ছেলে কাউসার আহমদ (৩০), একই গ্রামের আকরাম আলীর ছেলে রবিন মিয়া (২৩)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকটে থাকা ব্যাগ ও কার্টুন তল্লাশি করে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সাবান, লোশন, শ্যাম্পুসহ অন্যান্য কসমেটিকস সামগ্রী এবং ৫.৩৭৫ লিটার ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মদ ও কসমেটিকস সামগ্রী বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৫ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩০ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫০ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৫২ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে