শেরপুরের ঝিনাইগাতীতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মোবাইল ফোন ব্যবহার, সোস্যাল মিডিয়া ব্যবহারসহ সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া। ২১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিংসহ সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওইসময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার, সোস্যাল মিডিয়া ব্যবহারসহ সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন তিনি। মতবিনিময়কালে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম ও বিদ্যালয়ের সভাপতি কিতাব আলীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
১২ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে