শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সেই লক্ষ্যে ৩১ মে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মুন্নাফ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল বলেন, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তামাক। নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়, পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে। তামাকের এ ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে