“উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারের বর্তমান সরকারের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ২০২৩ শনিবার বিকেলে বাকাকুড়া বাজারে এ সভার আয়োজন করা হয়। কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনার উল্লাহর সভাপতিত্বে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম.এ বারী’র পুত্র মোহসিনুল বারী রুমি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ইউপি সদস্য মিষ্টার মেম্বার, কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, রবিউল ইসলাম রবি প্রমুখ। আলোচনা সভায় প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে