গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা


রংপুরের পীরগাছায় প্রকাশ্যে এক কৃষকের জমি থেকে ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কোনো সহযোগিতা পাননি। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে। অভিযোগে জানা যায়, কৃষক আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী রাজু মিয়া ও আব্দুল জলিলের একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। পরে জলিলের স্ত্রী আফরুজা বেগম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরই এক পর্যায়ে আজিজুল হকের জমিতে রোপণ করা বড় বড় গাছগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তান্ডব চালিয়ে রাজু মিয়ার নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা কেটে ফেলে। পরে গাছের গুড়িগুলো তুলে মাটি দেয়া হয়। স্থানীয়রা জানান, গাছ কাটার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখায়। পুলিশ না আসায় গাছগুলো মিলে নিয়ে যায়। আজিজুল হক জানান, 'আমি ৯৯৯-এ একাধিকবার ফোন করেছি। প্রথমে পুলিশ জানায়, তারা আসতে পারবে না। পরে যখন বারবার ফোন দেই, তারা জানায় পুলিশের গাড়ি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেনি। পরে বাধ্য হয়ে রংপুর জেলা পুলিশ সুপারকে ফোন করলে তিনি থানায় যেতে বলেন। থানায় গেলে আমার মামলা নেয়া হয়নি, বরং জিডি করার পরামর্শ দেয়া হয়।' অভিযোগ উঠেছে, গাছ কাটার সময় কৃষকের আবেদন উপেক্ষা করে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অজ্ঞাত কারণে পুলিশের এমন নিরব ভূমিকা আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমার প্রায় ২৫-৩০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, এই ধরনের দায়িত্বহীন আচরণ দুর্বৃত্তদের আরও উৎসাহিত করবে। এ বিষয়ে অভিযুক্ত রাজু মিয়া বলেন, আমার জমি, আমার গাছ আমি কেটেছি।  পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি তাকে সাধারণ ডায়েরী করতে বলেছি। সাধারণ ডায়েরী করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।আজিজুল হক এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে তার ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন।

আরও খবর