গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

পীরগাছায় জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

পুড়ে যাওয়া বাড়ি

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার ফলে ঘরে থাকা জিনিসপত্র সহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ওই গ্রামের দমশের আলীর ছেলে আশাদ আলীর বসতবাড়িতে। মঙ্গলবার এ বিষয়ে আশাদ আলীর ছোট ভাই আফছার আলী ৪জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারভূক্ত অভিযুক্তরা হলেন-ওই গ্রামের আনছার আলীর ছেলে ইসরাফিল মিয়া, আনছার আলীর স্ত্রী রেজিয়া বেগম, লাল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম ও মন্টু মিয়ার স্ত্রী রাশেদা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে প্রায় ১২বছর ধরে পুড়ে যাওয়া বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত অনুমান ৩টার দিকে অভিযুক্তরা কেরোসিন ঢেলে তিনটি বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়, এমন সময় আশাদ আলী বাড়ির বাইরে গেলে তিনি তাদের দেখতে পান বলে এজাহারে উল্লেখ করেন। 

এরপর আশাদ আলী ও তার স্ত্রীর চিৎকারে তার ছোট ভাই আফছার আলীসহ আশপাশের অনেক লোক এগিয়ে আসে। প্রত্যক্ষদশীরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিলে পীরগাছা ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তিনটি বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র ও আশাদ আলীর বিদেশ যাওয়ার নগদ ৫লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

আশাদ আলী জানান, আমার বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশিরা ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমার বিদেশ যাওয়ার সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি এর বিচার চাই। 

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে ওই বাড়ির সদস্য মোসলেমা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে আমি জানিনা। সবার চিৎকারে আমি আগুন লাগার বিষয়টি জানতে পারি।  

পীরগাছা থানার এসআই একরামুল হক জানান, বিষয়টি সম্পর্কে একটি এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।    


আরও খবর