কলমাকান্দায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে ফিলিস্তিনে ইসরায়েলী বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মারকাজ মসজিদ ময়দান হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো মোড়ে এসে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশেষ মোনাজাত করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার হাজার হাজার তৌহিদী জনতা অংশ গ্রগণ করেন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মাওলানা ওসমান গনি, মাওলানা লুৎফুর রহমান, মুফতি মাসউদুর রহমান আল হাবীবি, মাওলানা তরিকুল ইসলাম, হাজী মাওলানা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন ও প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।
৩৭ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৫ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৬১ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৩ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৭৮ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৯৭ দিন ৪৭ মিনিট আগে
১৩১ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে