নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাসরাফি বিন মর্তুজার সহায়তায় কৃষকদের ফসল রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হয়েছে। উপজেলার ঘাঘা গ্রাম মধুমতি নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হয়। ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে ঘাঘা নতুন পাড়া যাওয়ার রাস্তাটি গত বর্ষায় অনেক জায়গায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যান্য বছরের ন্যায় এ বছর বর্ষা মৌসুমে মধুমতী নদীর জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রামের শত শত একর জমির ফসলের ব্যাপক ক্ষতির আশাংকায় ছিলেন কৃষকরা ।
এই এলাকার মাঠের ফসলের ক্ষতির আশাংকার কথা এলাকাবাসী সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জাকে জানালে তিনি কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এমপি এ কাজের সার্বিক সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৫ই জুলাই বাঁধটি মেরামতের কাজ শেষ হয়েছে।
এই বাঁধটি মেরামত করে দেওয়ায় নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে এই এলাকার জনগন ধন্যবাদ জানিয়েছেন।
এ বাঁধটির মেরামত কাজ সম্পন্ন হওয়ায় আজ বিকেলে এমপির পক্ষ থেকে দেখার জন্য আসেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম আসলাম হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫১ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৬৭ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৪ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৮২ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৭ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে