গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

কুলিয়ারচরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত- ৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের তিন দফা হামলায় ৯ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (২৩সেপ্টেম্বর) সকাল, বিকাল ও সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামে এসব হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারী, পুরুষ ও কিশোরসহ ৯ জন আহত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধরে নাপিতেরচর গ্রামের মো. শমসের আলীর পুত্র মো. আঙ্গুর মিয়া (৪৮), মো. আবদুল খালেক (৩৮) ও মো. শাহজালাল (৩৫) গংদের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি জোর জবরদখল করে নেওয়ার চেষ্টা করে আসছে তাদের মৃত চাচা রহমত আলীর ছেলে মো. রাব্বানী মিয়া (৫৮), আবু কালাম (৩৫), আবু কাশেম (২৮) ও আনোয়ার হোসেন (১৮) সহ আবু কালামের ছেলে বাঁধন মিয়া (১৬)।

গত সোমবার সকালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন আঙ্গুর মিয়া গংদের ভোগ দখলীয় জমি জোর জবরদখল করতে গেলে আঙ্গুর মিয়া ও তার ভাই শাহজালাল বাধা নিষেধ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের রাব্বানী মিয়া, আবু কালাম, আবু কাশেম (২৮), আনোয়ার হোসেন (১৮) ও বাঁধন মিয়া (১৬) দেশীয় মারাত্বক অস্ত্রসহ লোকজন নিয়ে স্থানীয় ইউসুফ মার্কেটের সামনে রাস্তায় আঙ্গুর মিয়া ও শাহজালালের উপর হামলা করে তাদের মারধোর করে রক্তাক্ত গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা দুজনকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেলবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এতেই প্রতিপক্ষ ক্ষ্যান্ত হয়নি, ওই দিন বিকালে প্রতিপক্ষ ফের আহত আঙ্গুর মিয়ার বাড়িতে গিয়ে হামলা করে আঙ্গুর মিয়ার ভাই খালেক মিয়া, আঙ্গুর মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৮), রাসেল মিয়া (১৮) ও মাসুদ মিয়ার ছেলে রানা মিয়া (২৭) কে মারধোর করে তাদের গুরুতর রক্তাক্ত জখম করে এবং আঙ্গুর মিয়ার অপর ছেলে রুহুল আমিন (২০) কে মারধোর করে পার্শ্ববর্তী নদীর পাড় ফেলে রেখে আসে। এঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বেলবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ভর্তি করেন। এরপর ওইদিন সন্ধ্যার দিকে আহতদের বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কাপড়চোপর নেওয়ার জন্য বাড়ি আসার পথে ইউসুফ মার্কেট সংলগ্ন স'মিলের সামনে রাস্তায় প্রতিপক্ষের লোকজন সৌহরাব উদ্দিনের স্ত্রী তানিয়া বেগম (৩৫) ও তাজুল ইসলামের স্ত্রী জুয়েনা বেগম (৩৫) কে মারধোর করে। স্থানীয়রা তাদেরকেও উদ্ধার করে পার্শ্ববর্তী বেলবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত রানা মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। অপর দিকে মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকালে আহত আব্দুল খালেক'কে আরো উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করেন।

আহত মো. শাহজালাল বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এব্যাপারে অভিযুক্ত আবু কালামের ব্যবহৃত ০১৯১৪৫২৯২০০ নম্বর মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেস্টা করেও তিনি ফোন রিসিভ না করায় প্রতিপক্ষের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের কারোর বক্তব্য নেওয়া যায়নি।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর