কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দৈনিক দেশচিত্র কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ। তিনি জানান, গতকাল শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করেন তিনি। সকালে তাকে সার্কিট হাউস থেকে গাড়িতে করে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ইউএনও বলেন, আমাকে বালিখলা ঘাটের নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে আসতেই পিছন দিক থেকে ঢিল ছুঁড়ে মারা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি। বিষয়টি সদর থানার ওসিকে জানানো হয়েছে।
২ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৩ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে