গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য নিয়ে কারসাজি

 বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ভর্তুকি মূল্যের বরাদ্দ টিসিবির পণ্য গেল কোথায়? ফ্যামিলি কার্ড থাকা সত্ত্বেও টিসিবির পণ্য পায়নি অনেক ভোক্তা সাধারণ। তাহলে কি টিসিবির পণ্য বিক্রি হচ্ছে কালোবাজারে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। এসব নিম্ন আয়ের মানুষের ফ্যামিলি কার্ড থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাননি টিসিবির কাঙ্ক্ষিত পণ্য। বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং খানপুর ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মেসার্স এইচ আর ট্রেডার্স কলাবাগান ও মেসার্স আসলাম ট্রেডার্স ইসলাম পাড়া এলাকার দুই ডিলারের নিজ নিজ উল্লেখিত স্থানে  ১১ই সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যের আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর শূন্য হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। পণ্য না পেয়ে ডিলারের বিক্রয়কেন্দ্রের সামনে কার্ড হাতে বিক্ষোভ করেছেন পণ্যবঞ্চিত কার্ডধারীরা।


জানা যায়, বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের টিসিবির ডিলার  রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং খানপুর ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন বিক্রয়কেন্দ্রের সামনে টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্ডধারী ভোক্তারা। ফ্যামিলি কার্ড থাকার পরও ভর্তুকি মূল্যের পণ্যসামগ্রী না পাওয়ায় ভুক্তভোগীদের পাশাপাশি জন প্রতিনিধিরাও বিস্ময় প্রকাশ করেছেন। ৩নং খানপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ একাধিক ইউপি সদস্য গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিগত কয়েক মাস ধরেই টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। কিন্তু প্রত্যেক বরাদ্দেই ডিলার নয়ছয় করছেন। গরিব কার্ডধারীদের পণ্যসামগ্রী না দিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।


বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের প্রান্নার্থপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী ববিতা আক্তার তার নামের ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্যসামগ্রী নিতে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিক্রয়কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে যান। সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেন। দীর্ঘ সময় পর ডিলার তাকে বলেন, এ মাসের পণ্য বিতরণ শেষ। তাই কার্ড থাকলেও পণ্য না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছেন।


এ বিষয়ে জানতে চাইলে ডিলার কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তার দাবি, যথাযথ নিয়ম মেনেই টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। এখানে অনিয়ম-দুর্নীতি করা হয়নি। এ ছাড়া তাদের বেকায়দায় ফেলতে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দের অতিরিক্ত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তাই ফ্যামিলি কার্ড থাকলেও কোনো পণ্য পাননি তারা। এ বিষয়ে জানতে চাইলে ৩নং খানপুর ইউনিয়নের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে উপজেলা থেকে। আমাদের বরাদ্দ অনুযায়ী কার্ড দেওয়া হয়। আমি শুধু সেখানে স্বাক্ষর করেছি, আর মেম্বাররা তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন। তাই কার্ড অতিরিক্ত হওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের অপকর্ম ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য ওই দুই ডিলার ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন।

পুরাতন খানপুর ইউনিয়ন পরিষদ ভবন ড়িলার পয়েন্ট বিতরণ শেষে রতনপুর ৩নং খানপুর ইউনিয়ন  সামনে এসে শুরু থেকে ৪-৫ নম্বর ওয়ার্ডের কার্ড়ের টিসিবি বিতরন করা হতো হঠাৎ করে এখানে না এসে ৪-৫ নং ওয়ার্ড কার্ড়ধারী বিপাকে পড়েছে প্রায় তিনশত কার্ড়ধারী টিসিবি পন্য না পেয়ে বিক্ষোভ করেন। এবং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ড়িলার পয়েন্ট টিসিবি প্রকৃত কার্ড়ধারী ৫০ জন টিসিবি পন্য না পেয়ে বিক্ষোভ করেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩নং খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরামপুর মুঠোফোনে যোগাযোগ করা হলে আমি অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি জানান সহকারী শিক্ষা

  1. অফিসার পাঠানো হয়েছে। এ বিষয়ে কিছুই বলতে পারছি না।

ভুক্তভোগীরা বিতরন পয়েন্ট অনিয়ম কারসাজি বিরুদ্ধে বিক্ষোভ করেন। ছাড়া বিতরণের মাস্টাররোলে কার্ডধারীদের সব তথ্যই আছে। সেটি যাচাই-বাছাই করলেই সব বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ইউনিয়নবাসী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর






দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে