বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৬২তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জন্মদিন আসে বারেবারে মনে করাবারে-এ জীবন নিত্যই নতুন” এ মহান বাক্যকে সামনে রেখে ৮ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, সরকারী কলেজের (ভার:) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর থানা ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মহিলা কলেজের অধ্যাপক সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার আলি, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, উপজেলা কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিরামপুর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৫১ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে