সামনে আছে মাহে রমাদান
ওগো প্রভু মেহেরবান,
তোমার হুকুম মানবো মোরা
গাইবো তোমার গুনগান।
রহমত দিবা মাগফিরাত দিবা
দিবা মোদের নাজাত,
আত্মশুদ্ধির মাস এই রমজানে
নাযিল করেছো আয়াত।
অসীম দয়াবান হে-প্রভু তুমি
করেছ মানব সৃষ্টি,
তোমার ইবাদত করতে মোরা
কোরআনে দিয়েছি দৃষ্টি।
তোমার ইশারায় সৃষ্টি জগৎ
পাহাড়-পর্বত, লীলাভূমি,
আকাশ-জমিন, ঐ মেঘবৃষ্টি
সবকিছুর মালিক তুমি।
তোমার সৃষ্টি এই বসুন্ধরা
রহমত আসবে ফিরে,
সিয়াম সাধনায় পাবো মোরা
পরকালে শান্তির নীড়।
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৫৪ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৪ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে